Badhua sad Song Lyrics
[ বধুয়া বধুয়া বধুয়া বধুয়া ] নায়ক ২ বার
[ এক টুকরো মেঘেযে ঝড় উঠাল
এক টুকরো আশাযে পথ হারালো
এক টুকরো মেঘেযে রাত নামালো
এক টুকরো আকাশের রোদ হারালো
স্বপ্ন দুচোঁখে খয় নেমে দাড়ালো ] নায়ক
[ বধুয়া বধুয়া বধুয়া বধুয়া ] নায়ক ২ বার
[ এ দুটি চোঁখের পারা তুমি ছাড়া দিশেহারা
শুন্য মনের মাঝে জাগে নিরাশা
জানিনা কোথায় তমি এ সময় মরুভুমি
কি করে পেরিয়ে যাব ব্যাথা কুয়াশা
ভালবাসা মনে কাদে একা
সাথীহারা বুকে ব্যাথা ঢ়াকা
স্বপ্ন দু মনের হায় থেমে দাড়ালো ] নায়ক
[ বধুয়া বধুয়া বধুয়া বধুয়া ] নায়ক ২ বার
[ হারানো দিনের আলো আজো চোঁখে লাগে ভাল
তবু এ দু চোঁখ জুড়ে কান্না আসে
ধুয়ে যায় কত আশা থেকে যায় ভালবাসা
থাকবে সৃতি হয়ে মনেরই পাশে
ভালবাসা মনে কাদে একা
সাথীহারা বুকে ব্যাথা ঢ়াকা
স্বপ্ন দু মনের হায় থেমে দাড়ালো ] নায়ক
[ বধুয়া বধুয়া বধুয়া বধুয়া ] নায়ক ২ বার
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন