Swopno Neel Song Lyrics
[ স্বপ্ননীল স্বপ্ননীল প্রেম দু,হাত বাড়ায়
স্বপ্ননীল স্বপ্ননীল প্রেম ডাকে আমায় ] ২ বার
[ রাতে ঘুম ঘুম ঘুম আসে না
চোঁখে ঘুম ঘুম ঘুম নামে না
কেন ঘুম ঘুম ঘুম আসে না
জানি না ] ২ বার
স্বপ্ননীল স্বপ্ননীল প্রেম দু,হাত বাড়ায়
স্বপ্ননীল স্বপ্ননীল প্রেম ডাকে আমায়
ভাবিনী......
এই ভাবে এক দিন তোমকে
সঙ্গীনি......
করবো যে কোন দিন তোমাকে
লাগে আজ ভাল যে
কেউ কাছে এল যে
আচেনা আজানা কেউ হল আপন জনা
[ রাতে ঘুম ঘুম ঘুম আসে না
চোঁখে ঘুম ঘুম ঘুম নামে না
কেন ঘুম ঘুম ঘুম আসে না
জানি না ] ২ বার
স্বপ্নকে.....
দু,চোঁখে প্রতিদিন সাজিয়ে
তোমাকে.....
রাখব যে চিরদিন লুকিয়ে
ঘুম নেই তবু যে স্বপ্নকে মন খোঁজে
বলে প্রেম দাও পাখি আকাশে মেলে ডানা
[ রাতে ঘুম ঘুম ঘুম আসে না
চোঁখে ঘুম ঘুম ঘুম নামে না
কেন ঘুম ঘুম ঘুম আসে না
জানি না ] ২ বার
স্বপ্ননীল স্বপ্ননীল প্রেম ডাকে আমায় ] ২ বার
[ রাতে ঘুম ঘুম ঘুম আসে না
চোঁখে ঘুম ঘুম ঘুম নামে না
কেন ঘুম ঘুম ঘুম আসে না
জানি না ] ২ বার
স্বপ্ননীল স্বপ্ননীল প্রেম দু,হাত বাড়ায়
স্বপ্ননীল স্বপ্ননীল প্রেম ডাকে আমায়
ভাবিনী......
এই ভাবে এক দিন তোমকে
সঙ্গীনি......
করবো যে কোন দিন তোমাকে
লাগে আজ ভাল যে
কেউ কাছে এল যে
আচেনা আজানা কেউ হল আপন জনা
[ রাতে ঘুম ঘুম ঘুম আসে না
চোঁখে ঘুম ঘুম ঘুম নামে না
কেন ঘুম ঘুম ঘুম আসে না
জানি না ] ২ বার
স্বপ্নকে.....
দু,চোঁখে প্রতিদিন সাজিয়ে
তোমাকে.....
রাখব যে চিরদিন লুকিয়ে
ঘুম নেই তবু যে স্বপ্নকে মন খোঁজে
বলে প্রেম দাও পাখি আকাশে মেলে ডানা
[ রাতে ঘুম ঘুম ঘুম আসে না
চোঁখে ঘুম ঘুম ঘুম নামে না
কেন ঘুম ঘুম ঘুম আসে না
জানি না ] ২ বার
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন