[ভোলে না,ভোলে না,ভোলে না,
ভোলে না,ভোলে না,ভোলে না,
সাথী ভালবাসা মন ভোলে না,
সাথী ভালবাসা মন ভোলে না,
ও...
কখোন চলার পথে দুটি পথ মিলে যায়
কখোন এভাবে তারা দুটি দিকে চলে যায়
মন তবু সাথে চলেনা...
সাথী ভালবাসা মন ভোলে না
সাথী ভালবাসা মন ভোলে না
ভোলে না,ভোলে না,ভোলে না ] (নায়িকা)
[ ভালবাসা নয় জানি দু দিনের খেলা ঘর
তবু ঢেউ ভেঙ্গে যায় হৃদয়ের বালুচর ] (নায়িকা) ২ বার
[ এত প্রেম নিয়ে বুকে ধরে আছি কোন সুখে ] (নায়িকা) ২ বার
[ সেই কথা মন বলে না
সাথী ভালবাসা মন ভোলে না
সাথী ভালবাসা মন ভোলে না ] (নায়িকা)
[ দুদিনের পরিচয় থেকে যায় এ মনে
মুছে না ত কিছু স্বিৃতি কখোন এ জীবনে ] (নায়িকা)
[ ও- দুদিনের পরিচয় থেকে যায় এ মনে
মুছে না ত কিছু স্বিৃতি কখোন এ জীবনে ] (নায়িকা)
[ বুকে নিয়ে সেই ব্যাথা মনে পড়ে তার কথা
বুকে নিয়ে সেই ব্যাথা মনে পড়ে তার কথা
প্রেম তবু ফীরে চলে না
সাথী ভালবাসা মন ভোলে না
ও- সাথী ভালবাসা মন ভোলে না ] (নায়িকা)
[ভোলে না,ভোলে না,ভোলে না,
ভোলে না,ভোলে না,ভোলে না ] (নায়িকা)
শুক্রবার
Bhole Na Song Lyrics- Mon Mane Na
Bhole Na Song Lyrics- Mon Mane Na
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন