.

বৃহস্পতিবার

Poran Jai Joliya Re Song Lyrics

Poran Jai Joliya Re Song Lyrics

পরান যায়... পরান যায়... পরান যায়... পরান যায়...

আহা কেমনে রাখি বান্ধিয়া ......
এই মনের পাখি বান্ধিয়া....

আহা কেমনে রাখি বান্ধিয়া
এই মনের পাখি বান্ধিয়া
তুমি কাছে তবু যে দূরে কত যে দূরে
ওরে বধুয়া.....
[ পরান যায় জ্বলিয়া রে,পরান যায় জ্বলিয়া রে ] ২ বার
আহা কেমনে রাখি বান্ধিয়া
এই মনের পাখি বান্ধিয়া
তুমি কাছে তবু যে দূরে কত যে দূরে
ওরে বধুয়া
[ পরান যায় জ্বলিয়া রে,পরান যায় জ্বলিয়া রে ] ২ বার


স্বজন বন্ধু ছাইড়া এসেছি এসেছি
স্বপ্ন তোমাই লইয়া দেখেছি দেখেছি
ওরে
স্বজন বন্ধু ছাইড়া এসেছি এসেছি
স্বপ্ন তোমাই লইয়া দেখেছি দেখেছি
ওরে
কান্দে হিয়া মরমিয়া মরমিয়া মরমিয়া
তুমি যেওনা আমাই ছাড়িয়া ছাড়িয়া ছাড়িয়া
ওরে
কান্দে হিয়া মরমিয়া
তুমি যেওনা আমাই ছাড়িয়া
তুমি কাছে তবু যে দূরে কত যে দূরে
ওরে বধুয়া
[ পরান যায় জ্বলিয়া রে,পরান যায় জ্বলিয়া রে ] ২ বার


[ মনের বন্ধন বানোধ যাহারে যাহারে
পরান যে কয় পাপী তাহারে তাহারে ] ২ বার
আমি মনরে শুধায় কান্দিয়া কান্দিয়া কান্দিয়া
কবে বাসবা ভাল প্রাণদিয়া প্রাণদিয়া প্রাণদিয়া
আমি মনরে শুধায় কান্দিয়া
কবে বাসবা ভাল প্রাণদিয়া
তুমি কাছে তবু যে দূরে কত যে দূরে
ওরে বধুয়া
[ পরান যায় জ্বলিয়া রে,পরান যায় জ্বলিয়া রে ] ৪ বার

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 

My Blog List

Term of Use